জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মঙ্গলবার বিকালে মতিগঞ্জ ইউনিয়নের দারোগার হাটে ৮টি দোকান ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অফিস, পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, বিকাল সাড়ে চারটার দিকে টিপুর চা দোকানের গ্যাস সিলিণ্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে টিপুর চা দোকান, জামশেদ আলম ফিরোজের সিমেন্ট দোকান, ওমর ফারুকে ইলেকট্রিক, জগন্নাথের সেলুন, মো. ইদ্রিসের চা দোকান, আবু আহমেদের ফার্মেসী, মিজানুর রহমান সেলিমের মুদির গুদাম ও মাও. ইসমাইল হোসেনের কাপড় দোকান মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়।
সোনাগাজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জামিল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।