ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৪

দাউদকান্দিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ২০শিক্ষার্থী আহত হয়েছে। থানা, উপজেলা চত্বরে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরকোটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। যার ফলে মহাসড়কের দুপাশে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে এসব ঘটনা।

সরেজমিন ঘুরে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গেল ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনের অপসারণ চেয়ে কলেজে বিক্ষোভ করেন স্থানীরা।

এরপর ১৮ আগস্ট থেকে ছুটিতে আছেন অধ্যক্ষ জসিম উদ্দিন। ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) জসিম উদ্দিন কলেজে আসছে এমন খবর ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী তাকে বরণ করে নিতে উপস্থিত হয় কলেজ এলাকায়। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষণা দেয় স্থানীয় কয়েকজন যুবক। এসময় তারা লাঠি-সোটা নিয়ে কলেজ এলাকায় মহড়া দেয়। একপর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় স্থানীয়দের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন— সাজ্জাদ, দ্বিপ, ফয়সাল, মৃদুল, কামরান, সিয়াম, রিমন, তানভীর, ফয়সাল, জিসান, হামিদা, সাদিয়া, মনিকা, দিয়া, ইসরাত জাহানসহ আরো কয়কজন।

পরে এই ঘটনায় বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাস স্টেশনে এসে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে প্রায় ৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ছাত্ররা যুবদলনেতা রুহুল আমিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল, মাসুদ ও বিল্লালসহ কয়েকজন শিক্ষকের অপসারণ চেয়ে স্লোগান দেয়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ঘন্টাব্যাপী চলা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এদিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা দাউদকান্দি মডেল থানা এলাকা থেকে মিছিল করে উপজেলা চত্বরে এসে জড়ো হয়।

শিক্ষার্থী সাজ্জাদ, ইয়ামিন, জিসান বলেন, আমাদের প্রিন্সিপাল স্যার কলেজে আসবে সেজন্যে আমরা কলেজে যাই। কলেজে পৌঁছার আগেই রুহুল আমিনের লোকজন ও ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ আরো কয়েজন মিলে আমাদের উপর হামলা করে। এতে আমাদের ১৫/২০জন সহপাঠী আহত হয়েছে।

এ বিষয়ে জানতে দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুহুর আমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি৷

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, ছাত্রদেরকে সড়ক অবরোধের ফলে সড়কের উভয়মুখে যানজট সৃষ্টি হয়। তবে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক ও পৌরসদরে বিক্ষোভ মিছিল করেছে অধ্যক্ষ কলেজে যাওয়ার ঘটনায়। আমরা বিষয়টি দেখছি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাঈমা ইসলাম জানান, দুই অধ্যক্ষকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে। আর কারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, আজকে আমার ছুটি শেষ করে কলেজে যোগদান করতে যাই এসময় যুবদল নেতা রুহুল আমিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুলের নির্দেশে বহিরাগত দিয়ে আমার কলেজের ছাত্র/ছাত্রীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram