হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১১ ডিসেম্বর দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়েছিল। র্যালি, আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ১১ ডিসেম্বর হিলি শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার সকাল ১১টায় হিলি স্থলবন্দরের চেকপোস্ট সড়কে অবস্থিত মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুহাড়াপাড়াস্থ সন্মুখ সমর স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বীরমুক্তিযোদ্ধাসহ বক্তারা কিভাবে হিলি শত্রুমুক্ত হয়েছিল সেই স্মৃতি তুলে ধরেন। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, লিয়াকত আলি, সামশুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।