সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। চায়ের রাজধানী খ্যাত হাওর, পাহাড়, প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো উপজেলা। দিনের বেশিরভাগ সময় মিলেছে না সূর্যের দেখা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ২টা) সূর্যের আলো দেখা যায়নি।
শ্রীমঙ্গল উপজেলায় গত তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। ঘন কুয়াশার কারণে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহনসহ, মিনিবাস, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল।
সরেজমিনে দেখা গেছে, কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজনের বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন কাজে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। বিশেষ করে হাওর পাড়ের বোরো চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা ঠাণ্ডা প্রকোপে পড়ছেন চরম বিপাকে।
স্থানীয়রা বলছেন, আজ খুবই ঠান্ডা পড়েছে। তার মধ্যে ঘন কুয়াশার কারণে অন্ধকারের মতো লাগছে। হাত-পা অবশ হয়ে আসছে ঠান্ডার কারণে।
শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক দয়াল বোনার্জি বলেন, দুই দিন ধরে বহু কষ্ট করে বাগানে কাজ করেছি। শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে বাগানে কাজ করা খুব কষ্টের। এই ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে।
উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের মঈনুল মিয়া বলেন, প্রচন্ড শীতে কাবু হয়ে গেছি। ক্ষেতে কাজ করার জন্য রওয়ানা হয়েছিলাম, পরে প্রচন্ড শীত আর কুয়াশার কারণে ফিরে এসেছি।
শহরতলীর মুসলিমবাগ এলাকার টমটম চালক সাদিক মিয়া বলেন, প্রচন্ড কুয়াশার কারণে রাস্তায় গাড়ি চালানো কষ্টকর। রুজি নেই, সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
এদিতে শীতের কারণে উপজেলায় বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকরা চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো: আনিসুর রহমান বলেন, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন।