চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলার কলেজ মোড় থেকে কৃষক দলের উপজেলা শাখার আয়োজনে একটি আনন্দ র্যালি বের হয়।র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে পথসভায় মিলিত হয়।
সেখানে কৃষক দল উপজেলা শাখার আহ্বায়ক লুৎফুল হায়দার লিপটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখী, কৃষক দলের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, ছাত্রদলের সদস্য সচিব সুমন প্রমূখ।