সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা সদরের সরকারি রাজৈর ডিগ্রি কলেজের সামনে রাজৈর উপজেলা, পৌর ও কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গুমের শিকার সকল ছাত্রদলের নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি করেন তারা।
এসময় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মশিউর রহমান শাহীন শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহবায়ক হাসিবুল হাসান এনি, হালিম মুন্সী, রাজু আকন, সামনুন ইসলাম সাদ, বাইজিত ও নাজমুল ইসলাম শৌমিক প্রমুখ।