রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যার কাহারোল উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮ টায় কাহারোল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বিকেল ৪ টায় পার্টি অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কাহারোল শাখার সভাপতি মোঃ হবিবর রহমান হবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুসেন আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দিনাজপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা শাখার বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলী, জেলা বিএনপি সদস্য মোঃ আবুল হোসেন রাজা, কৃষক দল জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃলাইছুর রহমান বিপু. ৬ ইউনিয়ন বিএনপি সভাপতি/সাধারণ সম্পাদক এবং উপজেলা কৃষক দল সম্পাদক মোঃ এক্রামুল হক কালু প্রমুখ।