মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জয়পুরহাট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষ্য ষ্টেশন রোডের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তালন করা হয়।পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বেলা ১২ টায় শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের আহায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি'র আহায়ক গােলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি'র যুগ্ম আহায়ক মাসুদ রানা প্রধান।
এসময় বক্তব্য দেন সদর উপজলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, কৃষকদল নেতা হাসান তালুকদার, আনােয়ার হােসন দিপু, শফিকুল ইসলাম, শামিমা ইয়াসমিন, খলিলুর রহমান, সামিউল ইসলাম বাবু, ইব্রাহীম হাসান ফকির, শরিফুল ইসলাম ডালিম, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুর মওলা পলাশ প্রমুখ।
সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।