ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নে ছাত্রলীগের মিছিলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজি ও সাধারণ জনগণের হয়রানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে স্থানীয় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ইসলামপুরের বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র মাহদী হাসান সানিম, শরিফ সরকার, সাইম খান, সাব্বির খান লোহানী, মাসুম খান, সোহাগ সরকার, সৌরভ সরকার, শেখ বাবলা, রনি, সিয়াম খানসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা গত সপ্তাহে ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজি ও সাধারণ জনগণের হয়রানিমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় বক্তারা বলেন, আমরা কোন দলের নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্ররা কোন নেতৃত্ব আশা করে না। শুধু অন্যায় ও বৈষম্যের প্রতিবাদ করবে সব সময় এই বলে তারা "ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ" স্লোগানে সমাবেশ স্থল মুখরিত করে।