মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্যের ক্ষমতায়ন এ প্রতিপাদ্য কে ধারণ করে র্যালী, আলোচনা সভা, ফ্রি চিকিৎসা সেবা ও সাইন্টিফিক সেমিনার সহ নানা আয়াজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা।
পরে আলোচনা সভায় নোয়াখালী ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমদ। সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভাকট এ টি এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
আলাচনা সভা শেষে ডায়াবেটিক ফুট ও পায়ের ক্ষত বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার আলোচনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মুহাম্মদ ইয়াছিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র সহযাগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, হৃদরাগ বিশেষজ্ঞ ডা. করিমুল হুদা সিরাজী, সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মূহাম্মদ কামরুল হাসান।
বক্তারা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও সচতনতা বিষয়ক আলোচনা করেন। একইসাথে ডায়াবেটিস রোগীদের বিভিন ধরনের পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে বিভিন স্টলের মাধ্যমে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।