জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা (৪৫) কে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ রফিকের স্ত্রী।
পুলিশ জানায়, ছাত্র প্রতিনিধিদের দেয়া তথ্যমতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তারদেখানো হয়েছে।
চেয়ারম্যান উম্মে রুমা বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। ইউএনওর সঙ্গে আলোচনা শেষে বের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, চেয়ারম্যান উম্মে রুমাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে কি মামলায় গ্রেপ্তার হয়েছেন সে ব্যপারে এখনও নিশ্চিত হতে পারিনি।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।