বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। তাদের এককথা, বেতন না নিয়ে ঘরে ফিরবেন না।
শনিবার সকাল থেকে এই মহাসড়ক অবরোধ করে রেখেছে মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা।
তারা পালাক্রমে মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ করছেন। তবে তিন দিন ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোনো শ্রমিক যানবাহন ভাঙচুর বা ক্ষতিসাধন করেননি। তাদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে ঘরে ফিরবেন তারা।
এতে করে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
আন্দোলনরত শ্রমিকরা জানাযন, শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গত চার মাসের বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই অবরোধ অব্যাহত রেখেছে।
গত শনিবার সকাল ৯টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয় এখন পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি বিক্ষুব্ধ শ্রমিকদের।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ মোঃ মোশাররফ হোসেন জানান, টিএনজেড গ্রুপে কারখানাতে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল থেকে এই মহাসড়ক অবরোধ করে রেখেছে।
তিনদিন ধরে চলা অবরোধ নিরসনে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীরসহ সরকারের বিভিন্ন সংস্থা বারবার চেষ্টা করেও এর সমাধান করতে পারছে না।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে শিল্প পুলিশ ও থানা পুলিশকে ওই এলাকায় অবস্থান করতে দেখা গেছে।