ঢাকা
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২৪

'মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট-২০২৪' ১০ জন বাংলাদেশী নারীকে মুকুট পরাবে

"মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট (এমবিবিপি) ২০২৪" আজ দৈনিক স্টার সেন্টারে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস মেঘনা আলম, চেয়ারম্যান; ড. তাসীন আফরীন ডায়ানা, পরিচালক; মিস তাহরিন জেরিন, আইনি উপদেষ্টা, মিস বাংলাদেশ অর্গানাইজেশন ও ফাউন্ডেশন; নাজিম ফারহান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক; সরকার মাসুদ হাসান, সিনিয়র কনসালট্যান্ট, নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেড; তাসিক আহমেদ,উপদেষ্টা, অনুষ্ঠান ও সম্প্রচার, এটিএন বাংলা; আনিসুর রহমান,পরিচালক,এটিএন এমসিএল ও এটিএন এডুকেশন; সোহেল এ চাকলাদার (ডিউক), সিইও, ট্রিলজি এবং মিস ক্যারেন জংম্যান, হোটেল ম্যানেজার, লে মেরিডিয়ান ঢাকা।

মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট (এমবিবিপি ২০২৪)’ হলো একটি অনন্য উদ্যোগ, যা আয়োজন করেছে মিস বাংলাদেশ অর্গানাইজেশন ও মিস বাংলাদেশ ফাউন্ডেশন। এর লক্ষ্য হলো সৌন্দর্য প্রতিযোগিতা বিনোদন শিল্পকে একটি কার্যকর ভিত (হাতিয়ার) হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি পুনর্নির্মাণ ও পুনর্গঠনের প্রচেষ্টা করা। এতে ১০ জন যোগ্য বাংলাদেশী নারীকে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত করা হবে, যারা একসাথে কাজ করবে এবং ৫টি মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

প্রতিযোগিতার বিজয়ীকে "মিস বাংলাদেশ - আর্থ" উপাধি প্রদান করা হবে এবং তিনি ফিলিপাইনে অনুষ্ঠিত ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন। নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) পরবর্তী সময়ে, মিস আর্থ বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, যা পরিবেশগত দায়িত্বের প্রতি এর অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। এই প্রতিযোগিতার লক্ষ্য হল পরিবেশবান্ধব অনুশীলন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং টেকসই উন্নয়নের প্রচার করা, যা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক।

এর পাশাপাশি, এমবিবিপি ২০২৪ এর শীর্ষ ১০ জন প্রতিযোগীকে পাঠানো হবে ভারতের মিস এশিয়া, কম্বোডিয়ার মিস গ্লোবাল, যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস, কসোভোর মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড, দক্ষিণ আফ্রিকার মিস কালচার গ্লোবাল, থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল ইত্যাদি প্রতিযোগিতায়। মিস বাংলাদেশ অর্গানাইজেশন বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী পেজান্ট্রি প্রতিযোগিতার ক্ষেত্রে একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি করছে।

মিস বাংলাদেশ বিউটি পেজেন্টের অডিশন অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এটিএন বাংলা বিএফডিসি স্টুডিওতে এবং গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর, ২০২৪ তারিখে লে মেরিডিয়ান ঢাকায়। শীর্ষ ২০ জন প্রতিযোগীকে পেজেন্ট ওয়াক, উদ্বুদ্ধকর বক্তৃতা, উদ্যোক্তা কার্যক্রম ও প্রকল্প ব্যবস্থাপনা, মানসিক ও প্রজনন স্বাস্থ্য, ফিটনেস ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের বিভিন্ন সমসাময়িক বিষয়ে ধারণা বিনিময় এবং গঠনমূলক বিতর্ক করতে উৎসাহিত করে তাদের পাবলিক স্পিকিং এবং উপস্থাপনা দক্ষতা মূল্যায়ন করা হবে।

www.missbangladesh.com ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া ২৮ সেপ্টেম্বর শেষ হবে। ১৮ থেকে ২৭ বছর বয়সের অবিবাহিত বাংলাদেশী নারীরা, উচ্চতা, ওজন বা গায়ের রঙ নির্বিশেষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

মিস মেঘনা আলম, মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান, বলেন, ‘মিস বাংলাদেশ পেজেন্টে অন্তরের সৌন্দর্যে পরিপূর্ণ, বুদ্ধিমতী, মার্জিত, প্রতিভাবান ও আত্মবিশ্বাসী নারীদের একটি সমাহার থাকবে। মিস বাংলাদেশ পেজেন্টের মূলমন্ত্র হল “বিশ্বব্যাপী বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্নির্মাণ”। শীর্ষ ১০ জন নারী এক বছরের মিশনে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করবেন, সচেতনতা তৈরি করতে ও তহবিল সংগ্রহ করতে সাহায্য করবেন, এবং বিভিন্ন কূটনীতিক, সিভিল সোসাইটি সংগঠন ও সরকারী প্রতিনিধিদের সাথে কাজ করবেন।’

আমরা বিশ্বাস করি বর্তমান সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত গতিশীলতার মধ্যে সকল বাধা অতিক্রম করে, মিস বাংলাদেশ পেজেন্টের মাধ্যমে বাংলাদেশ তার পতাকা সারা বিশ্বে গর্বের সাথে উত্তোলন করবে। এই প্রতিযোগিতা বাংলাদেশের স্বাধীন নারীদের অজানা সম্ভাবনাকে উন্মোচন করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

এমবিবিপি ২০২৪ কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি ব্যক্তিত্ব, শিল্পমূল্য, নারীত্ব এবং মার্জিততার প্রতিফলন। ইতিহাসের এই প্রাসঙ্গিক সময়ে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নারীদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হচ্ছে, তা উদযাপন করার সঠিক সময়। বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে ১০টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের দেশের গুডউইল অ্যাম্বাসাডর দ্বারা প্রতিনিধিত্ব করা হবে, যা প্রমাণ করবে যে বাংলাদেশী নারীরা বিশ্বের অন্য নারীদের মতোই যোগ্য।

মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট শুধুমাত্র সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির উপর গুরুত্বারোপ করে না, এটি আমাদের পর্যটন গন্তব্য, জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং বিনোদন প্রচারের উদ্দেশ্যেও কাজ করবে, যাতে বিশ্বব্যাপী বাংলাদেশের নাম নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়।’

মিস আলম, যিনি একজন আন্তর্জাতিকভাবে প্রত্যয়িত নেতৃত্ব প্রশিক্ষক, বর্তমানে বৈশ্বিকভাবে সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক পেজেন্ট ব্র্যান্ডকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন। তিনি বিশ্বের বড় চারটি পেজেন্টের মধ্যে একটি জাতীয় পরিচালকের পদে থাকা প্রথম বাংলাদেশী পেজেন্ট কুইন। তিনি আরও জানান, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে একজন ‘মিস প্যালেস্টাইন’উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram