ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৪

ঢাবির জগন্নাথ হলে আয়োজিত হলো "২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪"

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে আয়োজিত হলো "২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪"। বিগত বছরের ধারাবাহিকতায় সৌহার্দ্যের আলো ছড়াতে এই বিতর্ক উৎসব আয়োজন করে জগন্নাথ হলের বিতর্ক সংগঠন-"বিতর্ক-একটি তার্কিক সংগঠন"। এতে অংশ নেয় সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬২টি দল।

"২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪" শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয় বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। এদিন স্কুল-কলেজ পর্যায়ের বিতর্কে ২৬টি দল অংশ নেয়। উৎসবের দ্বিতীয় দিন, শনিবার (৩০ নভেম্বর) আয়োজিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশ নেয় ৩৬টি দল।

এ প্রতিযোগিতায় বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষিত বিবেচনায় প্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে প্রাণবন্ত বিতর্কে মাতেন বিতার্কিকরা। রবিবার (৮ ডিসেম্বর) জগন্নাথ হল প্রাঙ্গণে আয়োজিত হয় "২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪" এর সমাপনী বিতর্ক। বিতর্ক উৎসবের কলতানে জগন্নাথ হল ছড়িয়ে দিতে চায় সম্প্রীতির বার্তা।

আয়োজনের আন্তঃস্কুল-কলেজ (স্কুল) পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর ASDC 08. ASDC 08 এর হয়ে বিতর্ক করেছেন আপন, আফনান এবং আবেদীন হাসান মিরাজ। রানার্স-আপ হয় যশোর জিলা স্কুল এর JZSDF. JZSDF এর হয়ে বিতর্ক করেন শেখ মুশফিক, রুদ্র রয় এবং শুভজিৎ। স্কুল পর্যায়ের ডিবেটার অব দ্যা ফাইনাল হন চ্যাম্পিয়ন দলের আবেদীন হাসান মিরাজ।

আন্তঃস্কুল-কলেজ (ওপেন) পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা এর KSDO Osprey. KSDO Osprey এর হয়ে বিতর্ক করেন মুস্তাভি আসাব বিহন, আদিত্য এবং আবদুল্লাহ আল মাসুম রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এর DCRC আগমনী। DCRC আগমনীর হয়ে বিতর্ক করেন মাহির হাসান, মাসরিকা জেবীন সোহানী এবং মোঃ সাজ্জাদুল ইসলাম। যৌথভাবে এই পর্যায়ের ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন আবদুল্লাহ আল মাসুম এবং সাবিত মোহাম্মদ নিহাল। ডিবেটার অব দ্যা ফাইনাল হন চ্যাম্পিয়ন দলের আবদুল্লাহ আল মাসুম।

আন্তঃক্লাব (বিশ্ববিদ্যালয়) পর্যায়ের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর দল BAUDS শিবলী। BAUDS শিবলী এর হয়ে বিতর্ক করেন কৌশিক, মাশরুল আহসান এবং আশিকুজ্জামান শুভ্র। রানার্স-আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের JUDS সংশপ্তক দল। JUDS সংশপ্তক এর হয়ে বিতর্ক করেন মিরাজ বিশ্বাস, শেখ মোহাম্মদ মুয়াজ এবং অভিষেক শর্মা। এ পর্যায়ের ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর অভিষেক শর্মা। এই পর্যায়ের ডিবেটার অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন চ্যাম্পিয়ন দলের আশিকুজ্জামান শুভ্র।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বিতর্ক-একটি তার্কিক সংগঠনের সভাপতি প্রত্যয় ঘোষ এবং সঞ্চালনা করেছেন বিতর্ক-একটি তার্কিক সংগঠনের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরী। সভাপতি তার বক্তব্যে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইতিহাসে প্রথম বারের মত সবচেয়ে বেশি সংখ্যক দল নিয়ে বিতর্ক আয়োজন করেছে জগন্নাথ হল। এভাবেই নানা আয়োজনে দেশের সম্প্রীতি বজায় রাখতে জগন্নাথ হল সবসময় অগ্রনী ভূমিকা রেখে আসছে।

"২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪" এর মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন, টি শার্ট পার্টনার ছিল এমব্রেলা এবং স্ন্যাকস পার্টনার ছিল নেসলে বাংলাদেশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram