রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মধ্য দিয়ে গত ২০২২ সালের ২৪ মার্চ ১৭টি আবাসিক হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা কতা হয়েছিল। এক বছর মেয়েদী এ কমিটি আড়াই বছর অতিবাহিত হওয়ার পর কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শুক্রবার (১২ জুলাই) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ১১টি আবাসিক হল, অনুষদ ও বিভাগের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নতুন কমিটি দায়িত্বে আসার আগে থেকেই হল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।
তারা আরও জানান, বর্তমানে ১৭টি আবাসিক হলের অনেক নেতা পড়াশোনা শেষ করে ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রলীগের নিদর্শনায় দ্রুতই হল সম্মেলন করা হবে বলেও জানান তারা।