ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্যান্টিন-২ এ খাবারের মধ্যে মিলেছে রাবার ব্যান্ড।
মঙ্গলবার দুপুরে এক শিক্ষার্থী ক্যান্টিনে খাবার খেতে গিয়ে খাশির মাংসের তরকারিতে রাবার ব্যান্ডটি পান।
ওই শিক্ষার্থীর নাম মুশাহিদ তাসিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘দুপুর প্রায় একটার দিকে আমি আর আমার দুই সিনিয়র জিয়া হলে ঢুকতেই প্রথমে যে ক্যান্টিন আছে সেখানে খেতে যাই। ক্যান্টিনবয় তরকারি দিয়ে যাওয়ার পর প্লেটে ঢেলে দেখি ভেতরে টাকা বাঁধার রাবার। এরপর ক্যান্টিন বয়কে ব্যাপারটা জিজ্ঞেস করলে সে বলে, তেজপাতা এরকম রাবার ব্যান্ড দিয়ে বাঁধা থাকে, সেখান থেকে রান্না করার সময় পড়তে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে ক্যান্টিনের পরিচালক মো. শামীম হোসেন ভুল স্বীকার করে এমনটা পরবর্তীতে হবে না বলে জানান।
হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিললাল হোসেন জানান, তিনি হলে এসে ব্যবস্থা নেবেন।
প্রসঙ্গত, এর আগে গত ২৮ জুন হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনের খাবারে ১০ টাকার একটি নোট পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ক্যান্টিনগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারের মান এবং দাম নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। প্রায়ই খাবারে পোকা, বড়শিসহ বিভিন্ন অযাচিত বস্তু পাওয়ার খবর গণমাধ্যমে আসে।