ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিলটি শাঁখারী বাজার, রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় মিছিলে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 'অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতীয় দালালেরা, হুঁশিয়ার, সাবধান’। ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’। ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ"সহ বিভিন্ন স্লোগান দেন।