রেক্টাল ক্যানসারে আক্রান্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচে) শিক্ষার্থী মো. ওমর ফারুককে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১ অক্টোবর) নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য দেড় লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘ওমর ফারুক তার চিকিৎসার জন্য প্রশাসনের নিকট আবেদন করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসায় সহায়তা করার জন্য দেড় লাখ টাকার একটি চেক প্রদান করেছি। ইনশা আল্লাহ ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নোবিপ্রবি শিক্ষার্থীদের বিপদকালীন মুহূর্তে পাশে থাকার চেষ্টা করবে।’