ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্বিবদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের সমন্বয়ে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এসব কলেজের শিক্ষার্থীরা। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার সকালে ঢাকা কলেজের সামনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ঢাকা কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজে আসেন। এরপর বেলা ১১টার পরে তাঁরা মিছিল শুরু করেন। শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে সায়েন্সল্যাব হয়ে নীলক্ষেতে গিয়ে আবার ঢাকা কলেজে আসেন মিছিল নিয়ে।
শিক্ষার্থীরা বলছেন, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হওয়ার পরে সাত বছরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষায় নানাবিধ সংকট উত্তরণে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে বেরিয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় করতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা, ‘অধিভুক্তি নাকি মুক্তি? মুক্তি মুক্তি, শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না মানব না, আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র, ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক, নিপীড়ন নাকি অধিকার? অধিকার অধিকার, প্রশাসনের প্রহসন, মানি না মানব না, টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর, আমার পরিচয় দিতে হবে, পড়ার টেবিলে যেতে হবে, স্বাধীনভাবে বলতে চাই, আমার অধিকার ফেরত চাই’ ইত্যাদি স্লোগান দেন।
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।