ঢাকা
২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৩
logo
প্রকাশিত : অক্টোবর ২২, ২০২৪

হচ্ছে না বাংলাদেশ বইমেলা, কলকাতা বইমেলায় অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ২০১১ সাল থেকে শুরু হওয়া ‘বাংলাদেশ বইমেলা’ এবার হচ্ছে না। একইভাবে কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করবে কি না, তা নিয়েও উদ্বিগ্ন বইমেলা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, কলকাতার বইমেলাতে বাংলাদেশ অংশগ্রহণ নাও করতে পারে!

যদিও বইমেলার আয়োজক সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, আমরা অবশ্যই চাই কলকাতা বইমেলায় অংশগ্রহণ করুক বাংলাদেশ। এর জন্য চিঠিও পাঠাব আমরা। সেটা তারা গ্রহণ করবে কি না, সম্পূর্ণ তাদের ব্যাপার।

ত্রিদিব চট্টোপাধ্যায় আরও বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ পাঠাচ্ছি না, দেশকে পাঠাচ্ছি। আমরা চাই, বিগত বছরগুলোর মতো কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করুক। কারণ, এই বইমেলায় যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, বাংলাদেশসহ প্রতিবছর ২০-২২টি দেশ অংশগ্রহণ করে। তবে এত শত দেশ অংশগ্রহণ করলেও বাংলাদেশ প্যাভিলিয়নে প্রতিবছর উপচে পড়া ভিড় থাকে। দুই পারের বাঙালির সান্নিধ্য-বাড়ি এই কলকাতা বইমেলায়। বাংলাদেশ এবার যদি অংশ না নেয়, তাহলে মন খারাপ তো লাগবেই।

গত বছর ৩ হাজার ২০০ ফুট জায়গাজুড়ে তৈরি হয়েছিল বাংলাদেশ প্যাভেলিয়ন। যেখানে অংশ নিয়েছিল ৪৫টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা। ছিল ১০টি সরকারি প্রকাশনা সংস্থা। এ ছাড়া বিগত বছরগুলোর মতো গত বছরও ৪৭তম বইমেলা প্রাঙ্গণে পালন হয়েছিল বাংলাদেশ দিবস। অর্থাৎ এই রাজকীয় আয়োজনে প্রচুর বাংলাদেশির আনাগোনা বাড়ে কলকাতা বইমেলায়।

কিন্তু এবার তো ভারত ভিসা বন্ধ রেখেছে। যদি বাংলাদেশ অংশগ্রহণ করে, সেই সমস্যা কীভাবে মিটবে? উত্তরে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, এটা একটা বড় বিষয়। তবে শুধু যদি ভিসা সমস্যা হয়, তাহলে আমরা সহযোগিতা করতে পারি। তাছাড়া প্রতিবছরই এই বইমেলার জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে স্পেশাল পারমিশন নিয়ে রাখি। ফলে বাংলাদেশ যদি অংশগ্রহণ করতে চায়, সেটি বড় সমস্যা হবে না।

এনিয়ে কলকাতা ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষার্থী অন্বেষা বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী তা আমরা জানি। রাজনীতি বা ভৌগোলিক সম্পর্ক একটা বিষয়। কিন্তু আমি মনে করি এর চেয়েও বড় হলো দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক। মূলত সারা বছর বাংলাদেশের বই পাওয়া যায় না। বাংলাদেশ বইমেলা আর কলকাতা বইমেলায় মেলে বাংলাদেশের বই। ফলে এবার যদি দুটোই না হয়, তাহলে আফসোস একটা থাকবেই।

অপরদিকে ভিসা বন্ধ হওয়ায় কলকাতার বুকে কমেছে বাংলাদেশিদের আনাগোনা। এতে অনেকটাই মনমরা হয়ে পড়েছেন কলকাতার হোটেল ব্যবসায়ীরা। যদিও পূজার সময় নিউমার্কেটে খুব একটি বাংলাদেশিদের দেখা মেলে না। ফলে বেচাকেনার ক্ষেত্রে নিউমার্কেটের বিক্রেতারা এখনো বাংলাদেশিদের অভাবটা টের পাননি।

তবে ব্যবসায়ীদের অভিমত, আমরা আগাম আঁচ করতে পারছি। পরিস্থিতি খুব একটা ভালো না। কারণ দুটো ঈদে কলকাতার নিউমার্কেট অনেকটাই নির্ভর করে বাংলাদেশিদের ওপর। ফলে এর মধ্যে ভিসা জটিলতা না কাটলে অবশ্যই জীবিকার ক্ষেত্রে একটা ধাক্কা লাগবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram