ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ইয়ুথ ফর পলিসির সহযোগিতায় আইইআর এল সি সি ক্লাবের আয়োজনে গ্রীন ম্যানের আমার কাছে, আমার চিঠি শীর্ষক একটি কর্মশালা আয়োজিত হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ট্রেনিং রুমে ৬০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
’আমার কাছে, আমার চিঠি’ গ্রীন ম্যানের একটি উদ্যোগ, যেখানে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নিজ স্বপ্ন, ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে একটি চিঠি লিখেন। তারপর অতিথিরা তাদের আলোচনায় নানান পরামর্শ ও দিকনির্দেশনা দেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গন্তব্যের স্পষ্ট পথ পরিকল্পনা করতে পারেন।
কর্মশালায় গ্রীন ম্যানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইয়িদ ওমর আল ফয়লালের সঞ্চালনায় অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শাহরিয়ার হায়দার, ইম্পাক্ট হাব ঢাকার ডেপুটি ম্যানেজার মুস্তাইন করিম চৌধুরী এবং আইআইডি’র রিসার্চ অ্যাসোসিয়েট মুহাম্মদ তানবীরুল ইসলাম।
অধ্যাপক ড. মো. শাহরিয়ার হায়দার বলেন, বর্তমান যুগ এআই প্রযুক্তি নির্ভর হতে চলেছে, আমাদেরও এআই-এর সাথে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে।
এছাড়াও মুস্তাইন করিম চৌধুরী ডেভেলপমেন্ট সেক্টরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং মুহাম্মদ তানবীরুল ইসলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে কথা বলেন।
এসময় অংশগ্রহণকারীরা বলেন, এমন ভিন্নধর্মী আয়োজন আরও বেশি বেশি হওয়া উচিত। আমরা আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করব। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিত হবে।
কর্মশালাটিতে গ্রীন ম্যান, ইয়ুথ ফর পলিসি ও আইইআর এলসিসি ক্লাবের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।