ঢাকা
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:০৩
logo
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৪

ঢাবির জহুরুল হক হলে জুলাই বিপ্লবের থিমে বিতর্ক প্রতিযোগিতা

ঢাবি প্রতিনিধি: গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ডিবেট সংগঠন 'হাউজ অব ডিবেটরস আয়োজন করে' " Savoy Presents ৮ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৪"।

আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল। উক্ত প্রতিযোগিতায় দেশ ও বহির্বিশ্বে চলমান ইস্যু, ছাত্ররাজনীতির ভবিষ্যত, মানবসভ্যতার ধারাবাহিকতায় আজকের সংকট, অর্থনৈতিক নীতিমালা ইত্যাদি বিষয়ে বিতার্কিকেরা বৈচিত্র্যময়ী চিন্তাধারা প্রয়োগ করে প্রতিযোগিতাটিকে বহুমাত্রিকতা প্রদান করেন।

স্কুল কলেজ পর্যায়ের ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিলো: "এই সংসদ, বাংলাদেশের আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সমর্থন করবে।" আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব এই বিতর্কে জয়ী হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিলো: "এই সংসদ বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করাকে সমর্থন করে। কবি জসিম উদ্দিন হল ডিবেট ক্লাব এই বিতর্কে জয়ী হয়।"

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট পলিসি সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। তিনি সিভিল সার্ভিসে যোগদান করতে বিতার্কিকদের উৎসাহ প্রদান করেন। তিনি মনে করেন, পলিসি মেকিংএ ডিবেটারদের অংশগ্রহণ দেশকে এগিয়ে নিয়ে যাবে। আয়োজনের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা বলেন, "শীতকালের এই বিশেষ সন্ধ্যায় কিছু তরুণ অন্যদের থেকে আলাদা করে চিন্তার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত ন্যায়বিচার এর রাষ্ট্র প্রতিষ্ঠার পথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া স্পিরিট ধারণ করে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।"

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ড. ফারুক শাহ বলেন, "মানব ইতিহাসে যৌক্তিক আচরণের অভাবের কারণে সকল সমস্যার তৈরি হয়েছে। দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য র‍্যাশনালিটি, রিজনিং, নৈতিকতার মানদণ্ড বোঝা প্রয়োজন। তিনি হাউজ অব ডিবেটরস এর মধ্যে এসকল গুনাবলীর চর্চা দেখতে পান।"

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ডিইউডিএস সভাপতি অর্পিতা গোলদার আয়োজনের বিতর্ক প্রতিযোগিতার সময়ানুবর্তিতা অনুসরণ ও বিতার্কিকদের সার্বিক সন্তুষ্টিকে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে আয়োজনের প্রসংশা করেন। সবশেষে হাউজ অফ ডিবেটার্স এর সভাপতি মোনেম শাহরিয়ার অন্তু জানান, বিতর্কের মোশন (বিতর্কের বিষয়) কোয়ালিটি ছিলো উঁচুমানের। কারো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি।

সর্বপরি তিনি আয়োজন সফল হয়েছে বলেছে জানিয়ে এই বছরের আয়োজনের সমাপনী ঘোষণা করেন। প্রত্যেক চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা আর রানার আপ দলকে ৭ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram