শাহাজাদা এমরান, কুমিল্লা: চলমান কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে, পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টিয়ারশাল ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৩ জন শিক্ষার্থী ও ৩ জন পুলিশ সদস্য আহত হয়। সবাইকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে তিনটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের দাবিতে মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে পুলিশ বাঁধা দেয়। এসময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।