ইবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (১১ই জুলাই) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরইমাঝে প্রায় আধাঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন বিকেল সাড়ে চারটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আন্দোলনকারীরা জানান, সরকারি চাকরিতে বর্তমান কোটা পদ্ধতির ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চাই। সারা দেশের ছাত্র সমাজ মাঠে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, যেহেতু আদালত থেকে একটা সিদ্ধান্ত দিয়েছে সেহেতু রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির যৌক্তিকতা নেই। রাস্তায় যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই আমরা সতর্ক অবস্থানে আছি।