ইবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ধুত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি প্রশাসন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে চারটায় ভিসির বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর জানিয়েছেন, দুই দফায় মিটিং হয়েছে। সকল প্রভোস্টকে হলে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ক্যাম্পাসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল প্রক্টর, সহকারী প্রক্টরগণ সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করছে। এসময় তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে এবং সবধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, ক্যাম্পাসে পুলিশের টহল বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির সকলকে ২৪ ঘন্টা মনিটরিং করতে বলা হয়েছে। একইসঙ্গে হল প্রভোস্টদের আবাসিক শিক্ষকদের নিয়ে সার্বক্ষণিক হলে অবস্থান করার জন্য বলা হয়েছে।
এদিকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়েও কিছু উদ্যোগ নিয়েছি। আইডি কার্ডসহ শিক্ষার্থীদের চলাফেরার জন্য বলা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে দুপুর তিনটায় কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান ও রাজাকার স্লোগান দেওয়া কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা বলেন, যদি কেউ ক্যাম্পাসে নাশকতার সৃষ্টি করে তবে কঠোর ভাবে মোকাবিলা করা হবে।