ইবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচি উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
মিছিল শেষে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীদের 'খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই ফাঁস চাই', 'স্বৈরাচারীর ফাঁসি চাই', ''আমার ভাই কবরে, খুনিরা কেন বাহিরে', 'ইবি ক্যাম্পাসে হবে না, ছাত্রলীগের ঠিকানা', 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও'—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
সমাবেশে শিক্ষার্থীরা নিরীহ ছাত্র-জনতাকে হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানান। এ ছাড়া তারা সেখানে চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে ফ্যাসিস্ট’ শেখ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন; সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও তার সহযোগী মহাজোটের শরিক দলগুলোর ‘পরিকল্পিত হত্যা-ডাকাতি-লুণ্ঠনের’ মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণ করা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা ও সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া; প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানকালে হামলা-মামলা-হত্যাযজ্ঞ বৈধতা দিয়েছেন, তাদের অপসারণ ও নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা; প্রশাসন ও বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের হাজারও ভাই-বোনদের রক্তের বিনিময়ে চব্বিশের এই নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। চব্বিশের পরাজিত শক্তিরা এই স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। রক্তের দাগ এখনও শুকায়নি, আমাদের লড়াই সংগ্রাম এখনও থেমে যায়নি। যারা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে তাদেরকে ছাত্র-জনতা কঠোরভাবে প্রতিহত করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে যারা সুবিধা নিতে চাইবে তাদেরকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।