ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ক্যান্টিনে ১৭ লাখ টাকার বেশি বাকির তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (১৬ আগস্ট) ছাত্রলীগ নেতাদের বাকির একটি তালিকা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্যান্টিনটি চালান বাবুল মিয়া। তার দাবি, গত ৫ বছরে এই টাকা বাকি খেয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
তালিকা অনুযায়ী, ১৭ লাখ টাকার মধ্যে হল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকই খেয়েছেন ৫ লাখ টাকা। তার মধ্যে সভাপতি রিয়াজুল ইসলাম বাকি খেয়েছেন ৩ লাখ ৬০ হাজার টাকা এবং মুনেম শাহরিয়ার মুন ২ লাখ ১৬ হাজার টাকা।
এছাড়া সর্বাধিক বাকি খাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছে রিফাত ১ লাখ ১৮ হাজার, রবি ১ লাখ ১৮ হাজার, নাহিদ ১ লাখ ১৫ হাজার, জুয়েল ১ লাখ ১৫ হাজার, উচ্ছল ৮৫ হাজার, কাজল ৭০ হাজার, হারুন ৭০ হাজার, রাজু ৬১ হাজার, লাভলু ৪৮ হাজার, নাজমুল ৩৫ হাজার, আফছার ৪৫ হাজার টাকা, বাপ্পি ১৮ হাজার, শুভ ১৭ হাজার, সাজু ১২ হাজার টাকা।
জানা গেছে, তারা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি এবং হল ছাত্রলীগের নেতা এবং কয়েকজন হল ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী।
এ বিষয়ে বাবুল মিয়া বলেন, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্যান্টিন থেকে ১৭ লাখ টাকার বেশি বাকি খেয়েছে। আমাকে একদম পথে বসিয়ে দিয়েছে তারা। আমরা গরিব মানুষ। ১ লাখ টাকাও তো অনেক বেশি। যেভাবে হোক আমার এই টাকা ফেরত চাই। আপনারাও একটু সহযোগিতা করুন।
হলটির আবাসিক শিক্ষক মুমিত আল রশিদ বলেন, ক্যান্টিন মালিক বাবুল মিয়া বিষয়টি আমাকে অবহিত করেছেন। আমাদের হল প্রভোস্টকেও বিষয়টি জানিয়েছেন এবং একটি তালিকা দিয়েছেন। প্রভোস্ট মহোদয় বিষয়টি দেখবেন।