ছাত্র-শিক্ষকদের যৌথ উদ্যোগে আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলে স্বেচ্ছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করায় শিক্ষার্থীসহ হল প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় ও হলকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। একটি সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হল পরিষ্কার, বৃক্ষরোপণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সারাবছর চালিয়ে যাওয়ার পাশাপাশি যে কোনো ক্রান্তিকাল ও দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন জানান, হলে গেস্টরুম প্রথা, নির্যাতন, অন্যায় ও অত্যাচারসহ সমাজের সকল ময়লা-আবর্জনা ঝেড়ে ফেলার প্রতীকী কর্মসূচি হিসেবে ছাত্র-শিক্ষকবৃন্দ এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন।