ইবি প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ এবং আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বসেছে কাওয়ালী ও দ্রোহের গানের আসর।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় জাগ্রত মঞ্চে অনুষ্ঠানটি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে বিভিন্ন গান পরিবেশন করেন। তাদের কণ্ঠে উঠে এসেছে শহীদদের স্মরণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের সুর। অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার শিক্ষার্থী। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন এখানে।
আয়োজকেরা জানান, কাওয়ালীর সুরে তুলে ধরা হয়েছে তাদের অধিকার আদায়ের সংগ্রাম। এসব গানের মাধ্যমে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করেছেন, পাশাপাশি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তাদের প্রতিরোধের জোরালো বার্তাও দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীরা এটার আয়োজন করেছে৷ফ্যাসিবাদ সরকারের সময়ে সুস্থ সংস্কৃতির চর্চার পথ ততটা সুগম ছিলো না। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিজমের বিলুপ্ত ঘটেছে। এই অনুষ্ঠানের আয়োজনও আন্দোলনেরই ফসল।