ঢাকা
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৪

চব্বিশের আন্দোলনে শহিদদের স্মরণে ইবিতে বৃক্ষরোপণ

ইবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মফিজ লেকের পাড়ে ফুল, ফল ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের জোটবদ্ধ সংগঠন ঐক্যমঞ্চ—এর আহবায়ক ইয়াশিরুল কবির সৌরভ, গ্রীন ভয়েস ইবি শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

ঐক্যমঞ্চের আহবায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। বাংলাদেশকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ করা খুবই জরুরি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েস বিভিন্ন কর্মসূচিতে প্রায়ই বৃক্ষরোপণ করে থাকে। চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে যে বৃক্ষরোপণ করা হচ্ছে। ঐক্যমঞ্চের পক্ষ থেকে গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানাই।

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, চব্বিশের গণ অভ্যুত্থাণে শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও দ্বায়িত্ববোধের জায়গা থেকে আমরা এই বৃক্ষরোপণের আয়োজন করেছি। এর মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আশা করি এই বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকরী ভুমিকা রাখবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং গ্রীন ভয়েস ইবি শাখার সাবেক সভাপতি এস এম সুইট বলেন, চব্বিশে শহিদদের জন্য আমরা তেমন কিছু করতে পারি নি, এক্ষেত্রে গ্রীন ভয়েস তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। চব্বিশের গণ অভ্যুত্থাণের স্পিরিট কে ধারণ করে আমাদের ১৭৫ একরের ক্যাম্পাসের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার লড়াই অব্যাহত রাখবো। সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ছাত্র-জনতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram