ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেটে এফিলিয়েটেড লেখা থাকবে না বলে যে প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও গুজব বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২' নামক পেজের একটি পোস্টের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ঐ পোস্টে 'ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেটে এফিলিয়েটেড লেখা থাকবে না বলে যে প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও গুজব।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রকৃতপক্ষে, সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার কোন ধরনের সভা বা আলোচনা করেনি। এ ব্যাপারে কোন সিদ্ধান্তও গৃহীত হয়নি।’
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেটে ‘এফিলিয়েটেড’ লেখা থাকবে না, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।