ঢাকা
৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৪
logo
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৪

জামালপুরে বশেফমুবিপ্রবি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেফমুবিপ্রবি) এর ২০২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়টির ছাত্রী হলের প্রভোস্ট মৌসুমি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের ড. প্রফেসর সাদিকুর রহমান, শিক্ষার্থী আদিবা খান রাউফি, লিটন আকন্দ, আবু সায়েমসহ অনেকেই বক্তব্য রাখেন।

oplus_0

এসময় প্রধান অতিথি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান বক্তব্যের শুরুতেই ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করেন এবং উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমিও নতুন তোমারাও নতুন। এই বিশ্ববিদ্যালয়ে আমরা মেধার বিকাশ ঘটিয়ে এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন শেষ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে তোমাদের দক্ষতার নজির স্থাপন করে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য বয়ে নিয়ে আসবে এটাই আমার প্রত্যাশা। আমি আশা করবো নির্ধারিত সময়ে মধ্যে সকলেই তোমাদের ডিগ্রি অর্জন করবে এবং নিজেকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়”।

অনুষ্ঠানে শুরুতেই ২৪-এ জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করে ১মিনিট দাড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের সমাজ কর্ম, ম্যানেজম্যান্ট, সিএসই এন্ড ত্রিপলি, ফিশারিজ, গণিত বিভাগ সহ ৭টি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথিসহ বক্তারা বিশ্ববিদ্যালয়ের সুশাসন, ন্যায় প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধান, ইতিহাস ঐতিহ্য, শিক্ষকগণ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের দিক নির্দেশনা, বিভিন্ন বিভাগের ইতিহাস, পরিচিতি পর্ব, অগ্রগতি ও লক্ষ্য সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের অবহিত করা হয়। বিশ্ববিদ্যালয়টির ছাত্রী হলের প্রভোস্ট মৌসুমিসহ বক্তারা নবীনদের উদ্দেশ্য বলেন, এখানে রাজনীতি মুক্ত ক্যাম্পাসে তোমাদের শিক্ষাকার্যক্রম হবে। র‍্যাগিং বুলিং এর নামে কোন অত্যাচার এই বিশ্ববিদ্যালয়ের হবে না। লেখাপড়ার পাশাপাশি তোমাদের বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা কার্যক্রমেও অংশ গ্রহন করতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram