ঢাকা
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৮
logo
প্রকাশিত : নভেম্বর ৮, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের ‘তিতাস’ এর নেতৃত্বে লিমন-রবিন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ (তিতাস) এর নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লিমন হাসান ও সাধারণ সম্পাদক পদে শহিদুজ্জামান রবিন।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ (তিতাস) এর শীর্ষ নেতৃত্ব নির্বাচন।

এ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিক্ষার্থীরা ছিলেন ভোটার। ভোট গ্রহণ পর্ব শেষে সংগঠনের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল হক তমাল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে লিমন হোসেন আসলি মোরগ মার্কা নিয়ে সর্বাধিক ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুক্তার হোসেন ছানামুখী মার্কা নিয়ে ১৩৫ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে শহীদুজ্জামান রবিন টেপা পুতুল মার্কা নিয়ে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহাগ মিয়া তালের বড়া মার্কায় ৫১ টি এবং সুপ্রিম আহমেদ হৃদম বেতের টুপি ৪৭ টি ভোট পান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুজ্জামান রবিন বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র কল্যাণ পরিষদ -তিতাসে আজ একটি উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বহু বছর পর কোন ছাত্র কল্যাণ সমিতিতে এমন নির্বাচন দেখা গেছে।’

তিনি বলেন, ‘আমি এবং আমার সঙ্গে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরা সকলে মিলে তিতাস কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram