ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন বিতর্ক ধারার ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোখলেসুর রহমান জাবির এবং সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিস বিভাগের ২০২০ ২১ শিক্ষাবর্ষের মো. সাজিদ হাসান। গেল সপ্তাহের বৃহস্পতিবার বিতর্ক ধারার মডারেটর, বর্তমান এবং সাবেক সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে এটি ঘোষণা করা হয়।
এ ছাড়া,১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটির মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত হোসেন ও ইব্রাহিম মুন্সী ইফতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজিদুল ইসলাম ও মো. মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া ওই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। আনুষ্ঠানিকভাবে শিঘ্রই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানান সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও আসাদুল্লাহ আল গালিব।
সূর্যসেন বিতর্ক ধারার নবনির্বাচিত সভাপতি মোখলেছুর রহমান জাবির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার শুরুর দিকের একটি সংগঠন সূর্য সেন বিতর্ক ধারা। এ ক্লাব থেকে বিতর্ক অঙ্গনের অনেক প্রসিদ্ধ মানুষের আবিষ্কার ঘটেছে। অনেক বিজ্ঞ মানুষজন এ ক্লাবকে নেতৃত্ব দিয়েছে। ক্লাবের অর্জনের ঝুড়িও অনেক সমৃদ্ধ। আমি আশা করি আমাদের মাধ্যমে সূর্য সেন বিতর্ক ধারা তার স্বগৌরবে ধাবমান হবে এবং ক্লাবের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে অনেক দূর এগিয়ে যাবে। এ দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি সকলের নিকট দোয়াপ্রার্থী।
সূর্য সেন বিতর্ক ধারার নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাজিদ হাসান বলেন, সূর্যসেন বিতর্ক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন। যেটি জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা সহ দেশের নানান বিতর্ক প্রতিযোগিতায় বিগত সময়ে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। এই কমিটির হাত ধরে ক্লাবের সাবেক ও বর্তমানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সূর্যসেন বিতর্ক ধারা তার গৌরবৌজ্জ্বল ইতিহাসকে আরো বেশি শানিত করবে।