ঢাকা
২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৫
logo
প্রকাশিত : অক্টোবর ২২, ২০২৪

প্রাথমিকে সহকারী প্রধানশিক্ষক পদ সৃষ্টি, নিয়োগ পাচ্ছে ৯৫৭২ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্টি হচ্ছে সহকারী প্রধান শিক্ষক পদ। নতুন সৃষ্টি হওয়া ৯৫৭২টি পদে আগামী ছয় মাসের মধ্যে জনবল নিয়োগ দেবে অধিদপ্তর।

যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫০এর বেশি, সেখানে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় পদটি সৃষ্টিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে ১৬ অক্টোবর চিঠি দিয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫৬৬টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাব যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টিতে কয়েকটি শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ৯ হাজার ৫৭২ জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে আগামী ছয় মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

যেহেতু এটি নতুন পদ, তাই এ পদে নিয়োগের যোগ্যতা কী হবে, পরীক্ষা কীভাবে নেওয়া হবে, বেতন কত হবে—এসব বিষয় আমাদের প্রাথমিকের নিয়োগ নীতিমালায় অন্তুর্ভুক্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সেটি আবার জনপ্রশাসনে পাঠিয়েছে। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠকের পর এ পদের নিয়োগবিধি চূড়ান্ত করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram