সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্তি বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। গতকাল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকরা তাঁদের দাবির যৌক্তিকতা পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের দাবিগুলোর ব্যাপারে তাত্ক্ষণিক কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
তবে ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্তি বাতিলে সবাই একমত হয়েছেন। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে শিক্ষকদের সিদ্ধান্ত জানানো হবে বলে সভা সূত্রে জানা গেছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন না, এটা আমাদের সঙ্গে মন্ত্রীসহ অন্যরা নীতিগতভাবে একমত হয়েছেন। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে নির্দেশনা জারি হতে পারে।
এ ছাড়া শিক্ষকদের জন্য সুপারগ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেলের ব্যাপারেও ইতিবাচক আলোচনা হয়েছে। এটা তাঁরা আমলে নিয়েছেন, তাঁরা এ ব্যাপারেও কথা বলবেন।’
ড. নিজামুল হক ভূঁইয়া আরো বলেন, ‘প্রত্যয়ে শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের ব্যাপারে আদেশ জারি হলে এবং বাকি দুটি দাবির ব্যাপারে ইতিবাচক সাড়া পেলে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই।
এ বিষয়ে যাঁরা দায়িত্বপ্রাপ্ত আছেন তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল করাসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এ কারণে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। প্রশাসনিক ভবনেও কোনো কাজ হচ্ছে না।